শুক্রবার ৩রা মে ২০২৪ রাত ১২:১৬:০৫

শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩১ রাত ১২:১৬:০৫

আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কমবে
১ বছর আগে ৩৩০ বার পঠিত
ads

কোনো ক্যাপশন নাই

তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনই তাপমাত্রা কমে শীতের রেকর্ড ভাঙছে। আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কমে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পঞ্চম দিনে নামতে পারে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।

রোববার (৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী দুই দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যেতে পারে। আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তিনি আরও জানান, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের উপর মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।


ads